• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৪, ১১:১১ এএম
আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কামাল আহমেদ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমটিআই

Wordbridge School
Link copied!