ঢাকা: রাজধানীর কুড়াতলী নামক স্থানে ট্রেনের ধাক্কায় আব্দুল কাদের (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরে মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য জানান।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এর মধ্যবর্তী স্থান কুড়াতলী নামক এলাকার রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আব্দুল কাদের ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর সংবাদে ঘটনাস্থলে গিয়ে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার সদস্যরা লাশ শনাক্ত করেন। জানা যায় নিহতের নাম আব্দুল কাদের, বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে থাকতেন ভাটারা কুড়িল এলাকায়।
আইএ