• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

বায়তুল মোকাররম থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৪, ০২:৩১ পিএম
বায়তুল মোকাররম থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু

ঢাকা: কোটা আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্যের ‘ছাত্র বিক্ষোভ’ শুরু হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা পল্টন মোড় ও প্রেস ক্লাব হয়ে মৎস্যভবন অভিমুখে রওয়ানা হয়েছেন।

এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কে কেন্দ্র করে আজ ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরও কর্মসূচি রয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১২টা থেকে পল্টন মোড়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এআর

Wordbridge School
Link copied!