• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৪, ১১:২৩ এএম
শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগ

ঢাকা : রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা (প্রতিবেদন লেখা পর্যন্ত) সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ভেতরে এবং আন্দোলনকারীরা বাইরে।

দুই পক্ষই ইট পাটকেল ছুড়ছে। এতে ভাঙচুরের শিকার হচ্ছে হাসপাতালটি। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও আবার ফিরে যেতে দেখা যায়। এসময় পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়।

এর আগে আন্দোলনকারীরা টিএসসিতে অভস্থান নিলে শাহবাগে কয়েকজনকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে খবর পেয়ে সবাই শাহবাগ গিয়ে প্রতিরোধ করে। এক পক্ষ শাহবাগে বিক্ষোভ মিছিল, আরেক পক্ষ পিজিতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ইট পাটকেল ছুড়েন।

এমটিআই

Wordbridge School
Link copied!