ঢাকা: বাংলাদেশ আর.টি.পি.সি আর ল্যাব ও হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে বিভিন্ন সরকারি দপ্তর-অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর করার দাবি জানায় তারা।
লিখিত বক্তব্যে তারা বলেন, ‘কোভিড-১৯ এর সময় জীবনের ঝুঁকি নিয়ে আমরা দায়িত্ব পালন করেছি। রোগীদের জরুরি সেবা দিয়েছি। বর্তমানে আমরা আউটসোর্সিং শীর্ষক প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সকলের স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এছাড়া সরকারি চাকরিতে আবেদন করার বয়সও আমাদের নেই। তাই আমাদের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।’
আইএ
আপনার মতামত লিখুন :