ঢাকা : রাজধানীতে কাউন্টার ও ই-টিকেটিং ভিত্তিক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিক। এসব কোম্পানির বাসের রং হবে গোলাপী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এই পরিবহন সেবার প্রথম পর্ব উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (এনডিসি)।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘সড়কের শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি চালু করা হয়েছে। এখন থেকে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে বাসে উঠবে এবং নির্দিষ্ট স্টপেজে নামবে। ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে।’
তিনি বলেন, ‘এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।’
রাজধানীতে যত্রতত্র যাত্রী উঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলা ও দুর্ঘটনা কমাতে বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকেট কাউন্টার ভিত্তিতে চালকরা বাস চালাবে।
এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে। একই রঙে চলাচলকারী এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না।
এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার (বিপিএম-সেবা), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম.এ. বাতেন।
এমটিআই