• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

ভুক্তভোগীদের সম্পত্তি ফেরতের দাবিতে মানববন্ধন 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:০০ পিএম
ভুক্তভোগীদের সম্পত্তি ফেরতের দাবিতে মানববন্ধন 

ঢাকা: অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উত্তর আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ আক্তারুজ্জামান-এর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ এবং জোরপূর্বক জমি-বাড়ি দখলের প্রতিবাদে আজ মাটিকাটা ইসিবি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী পরিবার, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা খান মোহাম্মদ আক্তারুজ্জামানের দ্রুত বিচার ও তার দখল করা সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনের প্রধান বক্তব্যসমূহ:
খান মোহাম্মদ আক্তারুজ্জামানের দ্রুত বিচার নিশ্চিত করা।
তার দখলকৃত সম্পত্তি ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, আয়না ঘর জিয়া, মুজিবগং-এর ভূমিকা তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করা।
ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ।

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার:
উল্লেখ্য, গত বৃহস্পতিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিশেষ ‘ডেভিল হান্টস অপারেশন’-এ খান মোহাম্মদ আক্তারুজ্জামান গ্রেপ্তার হন। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের শাসনামলে খান মোহাম্মদ আক্তারুজ্জামান রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু মানুষের জমি, ফ্ল্যাট, বাড়ি ও অন্যান্য সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, আয়না ঘর জিয়া, মুজিবগং-এর সহযোগিতায় তিনি এই অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন বলে অভিযোগ ওঠে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই ঘটনার যথাযথ কভারেজ করে জনগণকে প্রকৃত সত্য জানানো এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতে সাহায্য করা প্রয়োজন।

এ সময় উপস্থিত সকলেই দ্রুত বিচার এবং অবৈধ দখল হওয়া সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এআর

Wordbridge School
Link copied!