• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি অপূর্ব গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:৫৯ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি অপূর্ব গ্রেফতার

ঢাকা: রাজধানীর প্রগতি স্মরণিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা গেছে, গত বছর ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণি সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে গত বছর ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার অপূর্ব উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিহান আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা হতে মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!