• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

উপাধ্যক্ষ সাইফুরকে হত্যায় অভিযুক্ত দম্পতি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ১১, ২০২৫, ০৮:৪০ পিএম
উপাধ্যক্ষ সাইফুরকে হত্যায় অভিযুক্ত দম্পতি গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যায় অভিযুক্ত রুপা ও নাজিম দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। 

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উত্তরখান থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

রোববার (৯ মার্চ) ভোরের দিকে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর সোমবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ।

আইএ

Wordbridge School
Link copied!