• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:৫০ পিএম
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদা

ঢাকা : পবিত্র মসজিদুল হারামের সিনিয়র ও সম্মানিত ইমাম এবং খতিব প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদকে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের স্থলাভিষিক্ত হলেন।

২৩ সেপ্টেম্বর ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ বিন ইব্রাহিম আলে শায়খের শিষ্য ছিলেন।

শায়খ সালেহ বিন হুমাইদ ১৯৮২ সাল থেকে পবিত্র মসজিদুল হারামের একজন সিনিয়র ও সম্মানিত ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতি ছিলেন।

ধর্মীয় আইনশাস্ত্রে তাঁর গভীর পাণ্ডিত্য, প্রশাসনিক দক্ষতা, চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এ বছর হজের খুতবা প্রদানের সাম্প্রতিক সফল অভিজ্ঞতা—এই সকল বিষয়ই তাঁকে এই উচ্চ পদটির জন্য সবচেয়ে যোগ্য ও যুক্তিসঙ্গত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পিএস

Wordbridge School
Link copied!