• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবে পবিত্র শবেবরাত, জানুন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম
কবে পবিত্র শবেবরাত, জানুন

ফাইল ছবি

ঢাকা: বছর ঘুরে আবারও আসতে চলেছে পবিত্র রমজান মাস। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

গত ১৯ জানুয়ারি (সোমবার) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
 
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)। শাবান মাস শেষেই মুসলমানদের সিয়াম সাধনার রমজান মাস শুরু হয়। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে অন্যতম শবেবরাতে পরম করুণাময় মহান আল্লাহ তার বান্দার জন্য রহমত আর দয়ার ভাণ্ডার খুলে দেন। এ রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত।

নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা তাবেইন ও তাবে তাবেইন থেকে অদ্যাবধি পর্যন্ত এরাতে বিশেষ নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে। বাংলাদেশেও যথারীতি ধর্মপ্রাণ মুসুল্লিরা এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

শবেবরাতের প্রথম শব্দটি ফারসি। এর বাংলা অর্থ হলো রাত। আর দ্বিতীয় শব্দটি আরবি, এর বাংলা অর্থ নাজাত পাওয়া বা মুক্তি পাওয়া।

পিএস

Wordbridge School
Link copied!