• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বদলে যাচ্ছে উত্তরের রেল যোগাযোগ, আসছে ব্রডগেজ ও নতুন তিস্তা সেতু


​লালমনিরহাট প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:২৪ পিএম
বদলে যাচ্ছে উত্তরের রেল যোগাযোগ, আসছে ব্রডগেজ ও নতুন তিস্তা সেতু

ছবি: প্রতিনিধি

বদলে যাচ্ছে উত্তরের রেল যোগাযোগ। লালমনিরহাট–পার্বতীপুর রুটে মিটারগেজ যুগের অবসান ঘটিয়ে ব্রডগেজ রেললাইন স্থাপন এবং জরাজীর্ণ তিস্তা রেলসেতুর পরিবর্তে নতুন ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে লালমনিরহাট রেলওয়ে বিভাগ ও ঐতিহাসিক তিস্তা রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

মহাপরিচালক বলেন, বর্তমানে এই রুটে মিটারগেজ লাইন থাকায় ট্রেনের গতি ও যাত্রীসেবা সীমিত। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে।

তিস্তা রেলসেতু প্রসঙ্গে তিনি বলেন, উনিশ শতকে নির্মিত বর্তমান তিস্তা রেলসেতুটি তার আয়ুষ্কাল প্রায় ২৫ বছর আগেই পার করেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি কোনোভাবে সচল রাখা হলেও ব্রডগেজ প্রকল্পের আওতায় এখানে একটি নতুন ও আধুনিক রেলসেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

পরিদর্শনকালে রেলওয়ের মালামাল ও যন্ত্রাংশ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মহাপরিচালক বলেন, রেলওয়ে জনগণের সম্পদ। এটি রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!