• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:২৯ পিএম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি

ফাইল ছবি

ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এই পারফরম্যান্সের কারণে আইসিসির র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে। 

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফিফটি হাঁকিয়ে ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা ২২ ধাপ উন্নতি করে এখন আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে পৌঁছেছেন।

অন্যদিকে, দুর্দান্ত ব্যাটিং করে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২৫ ও ৩৫ রান করা দিলারা আক্তার প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ উন্নতির পর তিনি এখন যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন।

সর্বশেষ দুই ম্যাচে ধারাবাহিক রান করেছেন সোবহানা মোস্তারি, যার ফলে তিনি ১১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে রয়েছেন। এছাড়াও স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে ৮৩ নম্বরে উঠে এসেছেন।

বোলিং বিভাগেও বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে রয়েছেন। আর রাবেয়া খান, যিনি নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট ৪ উইকেট নিয়েছেন, ১ ধাপ উন্নতি করে ১৪তম স্থানে অবস্থান করছেন।

পিএস

Wordbridge School
Link copied!