ফাইল ছবি
ঢাকা: ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ আশ্রয় হিসেবে চাহিদা বাড়ায় সোনার দাম বেড়েছে, আর রুপার দাম ৮% লাফিয়ে প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম ১.৬% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৯২.৭০ ডলারে দাঁড়িয়েছে। যা সোমবার রেকর্ড ৫,১১০.৫০ ডলারে পৌঁছানোর পর। আগের সেশনে প্রথমবারের মতো এটি ৫,১০০ ডলারের সীমা অতিক্রম করে।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০.১% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ০৮৮.৪০ ডলারে পৌঁছেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “এ বছর ট্রাম্পের বিশৃঙ্খল নীতিগত দৃষ্টিভঙ্গি প্রতিরক্ষামূলক বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুগুলোর পক্ষে কাজ করছে। কানাডা ও দক্ষিণ কোরিয়ার ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে ধরে রাখার জন্য যথেষ্ট।”
সোমবার বাণিজ্য উত্তেজনা আরও বেড়ে যায়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা গাড়ি, কাঠ ও ওষুধের ওপর শুল্ক বাড়িয়ে ২৫% করবেন, পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য সিউলের সমালোচনা করেন।
এর আগে তিনি কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, এমন এক সময়ে যখন চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছে—চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির চীন সফরের পর।
ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওং এক নোটে বলেন, “সোনার এই ঊর্ধ্বগতি ইঙ্গিত দিচ্ছে যে বর্তমানে সোনার দামের মধ্যে একটি উল্লেখযোগ্য ভূরাজনৈতিক বা অনিশ্চয়তা প্রিমিয়াম অন্তর্ভুক্ত হয়েছে, যা চক্রাকার কারণের চেয়ে বেশি চালিত হচ্ছে ভূরাজনীতি, নীতিগত অনিশ্চয়তা এবং ডলারের প্রতি আস্থাহীনতা দ্বারা।”
পিএস







































