• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মক্কা-মদিনায় তারাবি নামাজ ১০ রাকাত নির্ধারণ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম
মক্কা-মদিনায় তারাবি নামাজ ১০ রাকাত নির্ধারণ

ফাইল ছবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে (২০২৬ সাল) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ ১০ রাকাত এবং ৩ রাকাত বিতির আদায় করা হবে। দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি সম্প্রতি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস জানিয়েছে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও হারামাইন শরিফাইনে তারাবি নামাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সে অনুযায়ী, মক্কা ও মদিনার উভয় মসজিদে প্রতি রাতে ১০ রাকাত তারাবি এবং এরপর ৩ রাকাত বিতির নামাজ অনুষ্ঠিত হবে। ১০ রাকাত তারাবি নামাজে মোট পাঁচবার সালাম ফেরানো হবে। কর্তৃপক্ষের মতে, এটি সুন্নি মুসলমানদের মধ্যে প্রচলিত ও দীর্ঘদিনের অনুসৃত একটি ঐতিহ্যবাহী পদ্ধতি।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পূর্বে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ২০ রাকাত তারাবি নামাজের প্রচলন ছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির সময় মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০ করা হয়। এরপর থেকে শৃঙ্খলা বজায় রাখা এবং ভিড় ব্যবস্থাপনার সুবিধার্থে এই ১০ রাকাতের নিয়মই বহাল রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও হারামাইন শরিফাইনের তারাবি নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের মুসল্লিরা ঘরে বসে এই বিশেষ নামাজের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারবেন। তবে তারাবি নামাজের সুনির্দিষ্ট সময়সূচি এবং ইমামদের তালিকা রমজান শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে আলাদাভাবে প্রকাশ করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!