• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৪১০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির ফোন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০৩:৫৪ পিএম
৪১০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির ফোন

সোনালীনিউজ ডেস্ক
চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওমি ১২ রেডমি ৩ বাজারে ছাড়তে যাচ্ছে। এই ফোনটিতে ৪১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

চীনের ওয়েবসাইট ওইবো জানিয়েছে,  জিওমি রেডমি ৩ তে ৪১০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির রয়েছে। ডুয়েল সিমের এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটিতে থাকছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির এইচডি। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

জিওমির রেডমি ৩ র‌্যাম ২ জিবি। ফোনটির রিয়ার ক্যামেরা ১৩.০ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৫.০ মেগাপিক্সেলের ক্যামেরা। ধারণা করা হচ্ছে এই ফোনটি হবে এন্ট্রি লেভেলের। ফোনটির বডি তৈরি হবে সম্পূর্ণ মেটালের।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!