• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াই ঘণ্টা পর ঠিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৪:০৩ পিএম
আড়াই ঘণ্টা পর ঠিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

ঢাকা: প্রায় আড়াই ঘণ্টা বিঘ্ন থাকার পর অবশেষে ঠিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে নেটওয়ার্ক পুনরায় সচল হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

এর আগে আনুমানিক সকাল ১১টা থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা দেখা দেয়। অপটিক্যাল ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এমনটা হয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।

নেটওয়ার্ক বিপর্যয়ের পর গ্রামীণফোন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক নোটিশে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!