• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউটিউব মিউজিকে আসছে অটো ডাউনলোডের সুবিধা


বিজ্ঞান ও প্রযুক্তি মার্চ ২০, ২০২৩, ১২:৩০ পিএম
ইউটিউব মিউজিকে আসছে অটো ডাউনলোডের সুবিধা

ব্রাজিল সকার দল। ছবি: সংগৃহীত

ঢাকা : ব্যবহারকারীর সুবিধার্থে ইউটিউব মিউজিক নতুন একটি ফিচার চালু করেছে। এখন থেকে যেকোনো গান চালু করলেই অটো ডাউনলোড হবে।

সম্প্রতি নাইনটুফাইভ গুগল এ তথ্যটি নিশ্চিত করেছে।

নাইনটুফাইভ গুগল ও টিওআই-গ্যাজেট এর সদস্যরাও নতুন ফিচারটি ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে নতুন এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপসনকারীরাই পাবেন।

জানা গেছে, নতুন ফিচারটিতে অটোমেটিকভাবেই সর্বশেষ ২০০টি গান ডাউনলোড হয়ে যাবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ডাউনলোড হওয়ার গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরবর্তীতে আর দেখা যায় না। এর আগে ফেব্রুয়ারিতেই এ নতুন ফিচারের আভাস দিয়েছিলো ইউটিউব মিউজিক।

সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করলেও ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!