• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ লাখের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ


বিজ্ঞান-প্রযুক্তি জুন ৪, ২০২৩, ১১:১২ এএম
২৫ লাখের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ঢাকা : প্রত্যেক সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হয়। সে নিয়ম লঙ্ঘন করলেই হারাতে হয় অ্যাকাউন্ট। তারই ধারাবাহিকতায় চলতি বছরে এ পর্যন্ত ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

জানা গেছে, শিশু যৌন নির্যাতন সম্পর্কিত তথ্য এবং নগ্ন ছবি আপলোড হয়েছিল বলে এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার মোট ২৫,৫৩,৮৮১টি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ১৫৮টি অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপিলের পর ৩টি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

টুইটারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে প্রাপ্ত বেশিরভাগ অভিযোগই অপব্যবহার বা হয়রানি (৮৩টি), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী (৪১টি), ঘৃণ্য আচরণ (১৯টি) এবং মানহানি (১২টি) আইন দ্বারা ব্যান করা হয়েছে।

টুইটারে থাকতে চাইলে তাদের নিয়ম মেনেই চলতে হবে। অ্যাকাউন্টগুলো ব্যান করার মাধ্যমে যা বুঝিয়ে দিলো ইলন মাস্কের এই প্রতিষ্ঠান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!