• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক ফোনে ২ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মে ৫, ২০২৫, ০৫:০৫ পিএম
এক ফোনে ২ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

ঢাকা: তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কারণে কখনও কখনও একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হয়। একাধিক অ্যাকাউন্টের জন্য একাধিক স্মার্টফোন ব্যবহার করা যেমন কষ্টকর, তেমনি ব্যয়বহুল।

তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করা যায়। একই অ্যাপে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন। এবার হোয়াটসঅ্যাপ সেটিংয়ে প্রবেশ করুন। প্রোফাইল ছবির ডান দিকে কোণায় একটি ড্রপ ডাউন মেনু আইকন দেখতে পাবেন। ঠিক এরই নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখা যাবে। এবার অ্যাড অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করে, আপনি নতুন নম্বর দিয়ে রেজিস্টার করতে পারেন।

এ প্রক্রিয়াটি শেষ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করতে পারবেন। আপনি এখন অ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্টের মধ্যে অনায়াসে যোগাযোগ করতে পারেন।

ইউআর

Wordbridge School
Link copied!