• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীরামের ভাবনায় মুস্তাফিজ এখনও সেরা


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩০, ২০২২, ১২:২৮ পিএম
শ্রীরামের ভাবনায় মুস্তাফিজ এখনও সেরা

ঢাকা : বেশ কিছু দিন ধরেই যেন নিজের ছায়া হয়ে আছেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ধার কমে গেছে বেশ। তার যেটা শক্তির জায়গা, সেই ডেথ ওভারেও কার্যকর বোলিং করতে পারছেন না। তবে সেই মুস্তাফিজকে তো আর দেখেননি শ্রীধরন শ্রীরাম!

নেটে এই কদিন দেখে বাংলাদেশ দলের টেকনিক‍্যাল কনসালটেন্টের মনে হয়েছে, দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই পেসার।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা অস্ত্রের একটি বাঁহাতি এই পেসার। তাকে নিয়ে সব সময়ই ভাবনা থাকে প্রতিপক্ষের। তবে ইদানিং ভুগছেন নিজেই। টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি বোলিং ইনিংসে তার উইকেট স্রেফ নয়টি।

সবশেষ ১১ টি-টোয়েন্টির চারটিতে তিনি রান দিয়েছেন ওভারপ্রতি দশের বেশি। সবশেষ জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছেন ৫০ রান! এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টোয়েন্টিতে তিনি উইকেটশূন্য ছিলেন খরুচে বোলিং করে।

দেশের বাইরে মুস্তাফিজের বরাবরই রেকর্ড বিবর্ণ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম‍্যাচে নিয়েছিলেন ২ উইকেট। ওভার প্রতি দিয়েছিলেন ১০ রান করে।

এশিয়া কাপে এবার ভালো কিছু করতে হলে মুস্তাফিজের জ্বলে উঠতেই হবে। এশিয়া কাপ শুরুর আগের দিন দুবাইয়ে সংবাদ সম্মেলনে শ্রীরাম শোনালেন আশার কথাই।

নেটে যেমন বোলিং করছে, নতুন বল যেভাবে সুইং করাচ্ছে, ডানহাতি ব‍্যাটসম‍্যানের জন‍্য বল ভেতরে আনছে, আমি মনে করি, সে খুব বিপজ্জনক একজন। যখন সে নতুন বল ডানহাতি ব‍্যাটসম‍্যানদের যখন ভেতরে আনতে পারবে, তখনই তার সেরাটা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, এখন সে সেরা পর্যায়ে আছে।

অনেক দিন ধরেই ডানহাতি ব‍্যাটসম‍্যানদের জন‍্য বল ভেতরে আনা ডেলিভারির চেষ্টা করছেন মুস্তাফিজ। মাঝে মধ‍্যে ঝলক দেখালেও এখনও পুরোপুরি আয়ত্ব করতে পারেননি তিনি। শ্রীরামের দাবি, নেটে এখন নিয়মিতই তা করতে পারছেন মুস্তাফিজ। অপেক্ষা এখন ম্যাচে দেখানোর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!