• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বাঁ পায়ে বিশ্বকাপের ট্যাটু আঁকলেন মার্তিনেজ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২২, ০৭:৫০ পিএম
বাঁ পায়ে বিশ্বকাপের ট্যাটু আঁকলেন মার্তিনেজ

ঢাকা : দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০ দিন পূর্ণ হতে চলেছে। ২০ বছর পর দক্ষিণ আমেরিকায় ফিরেছে বিশ্বকাপের ট্রফি। কাতারে অবিশ্বাস্যভাবে গোলবার রক্ষা করে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর সেটা স্মরণীয় করে রাখতে নিজের বাঁ পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু আঁকলেন তিনি। যেন এখনো বিশ্ব জয়ের ঘোরেই তিনি বন্দী।

বিশ্বকাপ জয়ের আনন্দে মত্ত এই ফুটবলার বাঁ পায়ে তিন তারকাসংবলিত বিশ্বকাপ ট্রফির ট্যাটু করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এই গোলরক্ষক। সেখানে তিনি লিখেছেন, ‘আকাঙ্ক্ষাই সফলতার পথ দেখায়।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন গোলরক্ষক টাইব্রেকার ঠেকানো বিশেষজ্ঞ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই সঙ্গে আর্জেন্টিনাকে বিশেষ মুহূর্তে বিপদের হাত থেকে বাঁচিয়ে ৩৬ বছর পর তাদের বিশ্বকাপ জয়ে বিরাট ভূমিকা রেখেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে একদম শেষ মুহূর্তে তাঁর সেভ আর্জেন্টিনাকে নিশ্চিত হার থেকেই বাঁচিয়েছিল। তবে ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তিনি যা করেছেন, তা ফুটবল হল অব ফেমেই হয়তো জায়গা পেয়ে যাবে। তাঁর বাঁ পায়ের ওই অবিশ্বাস্য সেভই আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, সে কারণেই বাঁ পায়ে ট্যাটু করেছেন মার্তিনেজ। ট্যাটু করায় মার্তিনেজ অবশ্য প্রথম নয়। এ ক্ষেত্রে তিনি মূলত আনহেল দি মারিয়ার পথ অনুসরণ করেছেন। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করেন দি মারিয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!