• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আবারও তিন সংস্করণে এক নম্বর ভারত


ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০২৪, ০৪:৪৮ পিএম
আবারও তিন সংস্করণে এক নম্বর ভারত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর অন্যরকম এক পুরস্কার পেল ভারত। অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গেছে তারা। এই মুহূর্তে আইসিসি র‌্যাঙ্কিংয়ের তিন সংস্করণেই এক নম্বর দল ভারত।

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে আছে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৭। ইংল্যান্ড ১১১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে।

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে তারা। আজ ছিল দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন।

২৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তবে এই টেস্টের ফল যেটাই হোক, তার কোনো প্রভাব র‌্যাঙ্কিংয়ে পড়বে না।

২০২৪ সালটা টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেই শুরু করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১-এ ড্র করে দুইয়ে নেমে যায় রোহিত শর্মার দল। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০তে হারিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এক নম্বরে।

এআর

Wordbridge School
Link copied!