• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্টও জেতা উচিত


ক্রীড়া ডেস্ক মার্চ ২৮, ২০২৪, ০১:১৯ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্টও জেতা উচিত

ঢাকা: লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। ফেরার আগে তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্টও জেতা উচিত।

রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল (ভোগান্তি) করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট (কঠিন)। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

সাকিবের আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। স্বাভাবিকভাবে তাকে ঘিরেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৩০ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের পরিকল্পনা সাজাবে। তা টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কি? 

সাকিবের উত্তর, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন তিনি। 

অধিনায়ক নাজমুলকে কেমন দেখলেন, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘খুবই আর্লি স্টেজ (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি  নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

গত বছর নভেম্বরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

এআর

Wordbridge School
Link copied!