• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

ফাইনালে ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৪, ০২:৫০ পিএম
ফাইনালে ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় যুবা টাইগাররা। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম সিদ্দিক। এরপর আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন জাওয়াদ আবরার। দলীয় ৪১ রানে ৩৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জাওয়াদ। দলীয় ৬৬ রানে ২৮ বলে ১৬ রান করে আউট হন আজিজুল।

এরপর শিহাব জেমস ও রিজান হোসেন মিলে দলের হাল ধরেন। ৬২ রানের জুটি গড়েন তারা। দলীয় ১২৮ রানে ৬৭ বলে ৪০ রান করে আউট হন জেমস। তার বিদায়ের পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে।

১৬৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ধুঁকত থাকে বাংলাদেশ।  দেবাশীষ দেবা ১, রিজান ৪৭, সামিউন বশির ৪ ও আল ফাহাদ ১ রান করপ সাজঘরে ফিরে যান। এরপর মারুফ মৃধাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান ফরিদ হাসান। ৩৯ রানের জুটি গড়েন তারা।

তবে দলীয় ১৯৭ রানে ৪৯ বলে ৩৯ রান করে আউট হন ফরিদ। শেষ ব্যাটার হিসেবে ইকবাল ইমন আউট হলে ৪৯ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। একের পর এক ব্যাটার এসেছেন আর গিয়েছেন। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ২০০ রান পার করা নিয়েই ছিল শঙ্কা। 

পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিতু হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, তখন লোয়ার মিডল অর্ডারের ফরিদ হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে। সঙ্গী হিসেবে পেয়েছেন মারুফ মৃধাকে। 

অবশ্য তাতেও শেষ রক্ষা হয়নি। ৪৯তম ওভারে ফরিদও ফিরে গিয়েছেন। যাওয়ার আগে বাংলাদেশকে দুইশ রানের দোরগোড়ায় দিয়ে এসেছিলেন। কিন্তু তাও হয়নি ইকবাল হোসেন ইমনের ক্যাচের পর। যুব এশিয়া কাপের ফাইনালে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ।

এআর

Wordbridge School
Link copied!