• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোহিতদের বিশাল অঙ্কের বোনাস দিচ্ছে ভারত


ক্রীড়া ডেস্ক মার্চ ২০, ২০২৫, ০৪:৩৫ পিএম
রোহিতদের বিশাল অঙ্কের বোনাস দিচ্ছে ভারত

ঢাকা: পরপর দুই আইসিসি ইভেন্টের শিরোপা। এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। দুবাইয়ে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেল ভারতীয় দল। 

রোহিত শর্মাদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের ৫৮ কোটি রুপি উপহার হিসেবে দেবে বোর্ড। বৃহস্পতিবার (২০ মার্চ) বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি দেওয়া হবে। 

টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীর, তার কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকি অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ সেটা আলাদা করে বোর্ডের বিবৃতিতে বলা হয়নি।

গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল। 

বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তাদের দেওয়া হয় ৫ কোটি টাকা করে। কোচ রাহুল দ্রাবিড়কেও ওই একই টাকা দেওয়া হয়। কোচিং স্টাফের অন্য সদস্যদের দেওয়া হয় আড়াই কোটি টাকা করে। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে।

এ ছাড়া তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরাও ২ কোটি টাকা করে পেয়েছিলেন। এমনকি যারা রিজার্ভ দলে ছিলেন, তাদেরও গতবার পুরস্কৃত করে বোর্ড। ক্রিকেট মহলের অনুমান, বিশ্বকাপে যে হারে পুরস্কারের অর্থ বণ্টিত হয়েছিল, এবারও সেই হারেই পুরস্কারমূল্য বণ্টন করা হবে। তবে এবার টাকার অঙ্কটা সকলেরই অর্ধেকের কাছাকাছি হবে।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ‘পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল।

এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।’ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, ‘ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিতে পেরে বিসিসিআই গর্বিত। এটা বহু বছরের কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত কৌশলের ফল।’

এআর

Wordbridge School
Link copied!