• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে বিসিবি কর্মকর্তার মৃত্যু 


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৫৩ পিএম
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে বিসিবি কর্মকর্তার মৃত্যু 

ঢাকা: সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন। 

বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে আজ সকালে মাঠ পর্যবেক্ষণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিসিবির চিকিৎসকেরা।

স্থানীয় আল হারমাইন হাসপাতালে ভর্তি হওয়ার পর আবার হার্ট অ্যাটাক হয় তার। সিসিইউতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরও অবনতি হয়। 

এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ১১ বছর ধরে বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করেছেন ইকরাম। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হলেই নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিনি। ৫০ বছর বয়সী ইকরামের মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। 

শোকবার্তায় বলা হয়, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। 

সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি।’

এআর

Wordbridge School
Link copied!