• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ১৬, ২০২৫, ০৬:২৭ পিএম
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিতে সাত মিনিটের ঝড়ে নেপালকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। 

অনেকটা সময় ভোগান্তির পর হেডে ডেডলক ভাঙেন আশিকুর রহমান। পরে মোহাম্মদ মানিকের নিঃস্বার্থ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। 

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দেখা মেলে উত্তেজনার। ম্যাচের ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। 

এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ৮৭তম মিনিটে সুজন দাঙ্গোল এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি নেপাল।

এই জয়ে টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে আরেকটি ধাপ বাকি।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনালে, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার-আপ মালদ্বীপ।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে। এখন বাংলাদেশের সামনে সুযোগ, টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার।

এআর

Wordbridge School
Link copied!