ঢাকা: সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই পাওয়া যাবে মোস্তাফিজুর রহমানকে। দিল্লি ক্যাপিটালসের এই পেসারকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচে ১৯ মে।
এদিকে আইপিএলে পুনরায় শুরুর পর দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষে, ১৮ মে। তাই স্বাভাবিকভাবেই মোস্তাফিজে দিল্লি অথবা বাংলাদেশ কোনো না কোনো একটি দলের ম্যাচ মিস করতে হতো। মোস্তাফিজ বাংলাদেশের ম্যাচটি মিস করছেন।
বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
আইপিএলে দিল্লির ম্যাচ বাকি এখনো তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও এই তিন ম্যাচের জন্য মোস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে। গ্রুপ পর্বে দিল্লির শেষ ম্যাচ ২৪ মে।
এআর