ঢাকা : সঙ্গীতের মঞ্চ থেকে এবার খেলার মাঠে চলে এলেন আসিফ আকবর। দেশের জনপ্রিয় এই গায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচত হয়েছে ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সময়সীমা শেষ হওয়ার আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।
শুধু আসিফ নন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিও বিজয়ী হয়েছেন।
নির্বাচন থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী—বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।
পিএস







































