• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত আজ


নিউজ ডেস্ক নভেম্বর ৩, ২০২৫, ০৯:০৬ এএম
দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত আজ

বায়ুদূষণ এখন নগরজীবনের এক নীরব ঘাতক। দিন দিন বেড়ে চলা ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনে শহরবাসীর শ্বাস নেওয়াই যেন কষ্টকর হয়ে উঠছে। এই দূষণের প্রভাবেই নানা শ্বাসযন্ত্র ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।

দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৮টার তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮২। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯তম। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমানকে ‘মাঝারি’ পর্যায়ের দূষণ হিসেবে ধরা হয়।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৪২৯—যা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (স্কোর ২৪৬), তৃতীয় স্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (১৭৫), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৯) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৪২)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এম

Wordbridge School
Link copied!