• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ডা. সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২০, ০৭:৩০ পিএম
ডা. সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রেপ্তার হওয়া ডা. সাবরিনা শারমিন হুসাইনকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্ত করা হয়।

সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা, করোনা পরীক্ষা নিয়ে অনিয়মসহ নানা কারণে ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেজিস্ট্রার চিকিৎসক। এরপরও তিনি গণমাধ্যমে পরিচিত ছিলেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হিসেবে। পরে অবশ্য গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন তিনি জেকেজি হেলথ কেয়ারের মালিকানা বা চেয়ারম্যান পদে না থাকার বিষয়ে।

এর আগে ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে ডাকা হয়েছিল দুপুরে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনারহারুন অর রশিদ আজ সংবাদ সম্মেলনে বলেছেন, আদালতে আগামীকাল সোমবার সাবরিনাকে নেওয়া হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!