• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দখলকৃত গোলান মালভূমি ইসরাইলের: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০১৯, ১১:৪৫ এএম
দখলকৃত গোলান মালভূমি ইসরাইলের: ট্রাম্প

ঢাকা : সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকারকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ মার্চ (বৃহস্পতিবার) এ বিষয়ে একটি টুইট করেন তিনি।

টুইটবার্তায় তিনি বলেন, ৫২ বছর পর এখন সময় এসেছে গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্ব স্বীকৃতি দেয়ার। ইসরাইল ও আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।

এভাবেই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গোলান মালভূমির ওপর ইসরায়েলের অধিকারকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে জানান ট্রাম্প।

কিছুদিন পরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু, তার আগেই ওয়াশিংটন থেকে এমন স্বীকৃতি পেল ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই স্বীকৃতি দেয়াকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ জন্য ইসরাইলের জনগণের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান যখন সিরিয়াকে ব্যবহার করে ইসরাইলকে আক্রমণ ও ধ্বংসের পরিকল্পনা করছে, সেই মুহূর্তে ট্রাম্পের এ ঘোষণা সত্যি ঐতিহাসিক।

আর্ন্তজাতিক রাজনীতি-বিশ্লেষকগণের মতে, দেশটির নির্বাচনের আগে ওয়াশিংটনের পক্ষ থেকে এ স্বীকৃতি বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান শক্ত করবে।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধকালীন সিরিয়ার কাছ থেকে গোলান দখল করে নেয় ইসরাইল। ২০১৭ সালে ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক থেকেই গোলান মালভূমির অধিকার দাবি করে আসছিলেন নেতানইয়াহু।

এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এবার গোলান মালভূমি ইসরাইলের বলে ঘোষণা দিলেন ট্রাম্প।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!