• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নীলফামারী সংবাদদাতা জানুয়ারি ১৫, ২০১৯, ০৫:১৪ পিএম
নীলফামারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারী : জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-ভুজারীপাড়া সীমান্তের ৪৯১ নম্বর প্রধান সীমান্ত পিলারে কাছে মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক খলিলুর রহমান নিহত হয়।

নিহত খলিলুর রহমান উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মোকছেদ আলীর ছেলে বলে নিশ্চিত করেছে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক। স্থানীয় সূত্র জানায়, নিহত খলিলুর একজন মাদক ব্যবসায়ী ছিল।

বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর ৫১ সেক্টরের ডিমলা উপজেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক আলী নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান লাশ ফেরতের জন্য ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!