• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে ৯ বছরে ১ লাখ ৭৯ হাজার ৭১৭ শিক্ষক নিয়োগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০১৯, ০৭:৫৯ পিএম
প্রাথমিকে ৯ বছরে ১ লাখ ৭৯ হাজার ৭১৭ শিক্ষক নিয়োগ

ঢাকা: গত ৯ বছরে (২০০৯-২০১৮) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৭৯ হাজার ৭১৭ জন শিক্ষক নিয়োগ হয়েছে। এছাড়া এসময় এক হাজার ৪৯৫টি নতুন বিদ্যালয় স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) চলতি একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রলালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর অধীনে চলমান প্রকল্পগুলোর অর্থের সঠিক ব্যবহারের সুপারিশ করেছে কমিটি। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রি ফজিলাতুন নেসা, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল ও ফখরুল ইমাম।

বৈঠকে জানানো হয়, দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩২৯টি উপজেলায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য প্রকল্প প্রণয়ন কার্যক্রম চলছে।

শিক্ষার মান ত্বরান্বিত করতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মনিটরিং কার্যক্রম বাড়ানো জন্য কমিটি সুপারিশ করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!