• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিকালে মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৮, ২০১৮, ০২:৩৩ পিএম
বিকালে মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব মিশন শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) মিয়ানমারের রাজধানী নেপিদোর থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মেয়েদের মুখোমুখি হবে সাবিনা-কৃষ্ণারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

অভিজ্ঞতা, শক্তি ও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে মিয়ানমার। এর আগে মিয়ানমারের সঙ্গে কখনও খেলেনি বাংলাদেশের মেয়েরা। লাল সবুজ দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন। ‘অভিজ্ঞতা অর্জনের জন্যই আমরা এ প্রতিযোগিতা খেলতে এসেছি। সাবিনা খাতুন ছাড়া দলের সব খেলোয়াড় অনূর্ধ্ব-১৮ দলের। এটা তাদের শেখার জন্য ভালো প্রতিযোগিতা।’

টুর্নামেন্ট শুরুর দু'দিন আগেই মিয়ানমারে পৌঁছে অনুশীলন করেছে ছোটন শিষ্যরা। আজ সন্ধ্যায় ম্যাচ ভেনুতে অনুশীলন করেন খেলোয়াড়রা। বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের আগেই ‘সি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে ভারত-নেপাল। বাছাই পর্বে প্রথম রাউন্ডের ‘সি’ গ্রুপের খেলা হচ্ছে মিয়ানমারে।

অন্য দুই দল ভারত ও নেপাল। দীর্ঘদিন জাতীয় দলের কোনো খেলা না থাকায় ফিফা র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশ। দুই বছর আগে বাংলাদেশ ছিল ১১২ নম্বরে। সেখানে মিয়ানমারের অবস্থান ৪৪ এ। ভারতের (৫৯) চেয়েও পনের ধাপ উপরে। নেপালের র‌্যাংকিং ১০৯।

প্রথম ম্যাচে নির্দিষ্ট লক্ষ্য জানাতে না পারলেও লড়াকু ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছেন রাব্বানী, ‘গ্রুপে সব দলই শক্তিশালী। এখানে নিজেদের সেরাটা দিয়ে আমরা লড়াই করতে চাই। খেলতে চাই ভালো ফুটবল।’

সদ্য সাফের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশ কয়েকজন সদস্য আছে এ দলে। তার ওপর তাজিকস্তানে এএফসির বাছাই পর্বও খেলে এসেছে মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে নারী ফুটবলে সাম্প্রতিক ভালো করছে বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে রীতিমতো উড়ছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। তারুণ্য নির্ভর বাংলাদেশ দলকেই লড়তে হচ্ছে অভিজ্ঞ মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশ দলে সিনিয়র খেলোয়াড় বলতে একজন-অধিনায়ক সাবিনা খাতুন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!