• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘বিশ্বকাপে ভয় ধরিয়ে দিতে পারে আফগানিস্তান’


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০১৯, ০৪:৫৯ পিএম
‘বিশ্বকাপে ভয় ধরিয়ে দিতে পারে আফগানিস্তান’

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে কোন দল ফেভারিট-সাবেক ক্রিকেটাররা বেছে নিচ্ছেন তাদের পছন্দের দলগুলোকে। কিন্তু কেউই আলাদা করে আফগানিস্তানের কথা বললেনি। আসন্ন বিশ্বকাপে তাঁদের ওপর আস্থা দেখানোয় অদ্ভুত অনীহা! কিন্তু তিনি আস্থা রাখছেন। আর তাই তো অনিল কুম্বলে বলে দিলেন, ‘ইংল্যান্ডে বেশ কিছু দলকে ভয় ধরাতে পারে আফগানিস্তান।’

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ, হঠাৎ এত ভরসা রাখছেন কেন? ২০১৮–এ এশিয়া কাপের উদাহরণ টেনে কুম্বলে যুক্তি দেখিয়েছেন, ‘এশিয়া কাপে দারুণ খেলেছিল আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ টাই করেছিল। বাংলাদেশ, পাকিস্তানকেও কাঁপিয়ে দিয়েছিল। বিশ্ব জুড়ে নানা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে আফগানিস্তানের খেলোয়াড়রা উপকৃত হয়েছে। রশিদ খান তো যথার্থ হিরো। মোহাম্মদ নবী দুর্দান্ত অলরাউন্ডার। তাছাড়া মুজিবসহ আরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে ওদের দলে। তাই মনে হচ্ছে, ওরা বিপদে ফেলবে।’

এখানেই শেষ নয়, সাবেক লেগ স্পিনার আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে রশিদ, মুজিব দুর্দান্ত। ২৫০–২৬০ রান যদি তুলতে পারে, তা হলে প্রথম বল থেকে ওরা আক্রমণ করবে। মোহাম্মদ শাহজাদ তো বিপক্ষকে চাপে ফেলতে দারুণ দক্ষ। যোগ্যতা নিয়ে সংশয় নেই। তবে সবটাই নির্ভর করছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কীভাবে নিজেদের মেলে ধরছে তার ওপর।’

কুম্বলে মনে করেন, বিশ্বকাপের আগে আফগানিস্তানের ব্যাটিংয়ে জোর দেওয়া উচিত, ‘শুরু থেকে ঝড় তোলার চেষ্টা করে লাভ নেই। তার চেয়ে বরং আফগানিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি উইকেটে থিতু হয়ে ইনিংস গড়ার দিকে মন দেয়, তা হলে সত্যিই ভালো কিছু ওদের পক্ষে করা সম্ভব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!