• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে সোহাগ আলী গ্রেপ্তার


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৬:৪৫ পিএম
ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে সোহাগ আলী গ্রেপ্তার

ফাইল ছবি

ঢাকা: জাতীয় ক্লাব ভারোত্তলনে সোনাজয়ী এক নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের কর্মী সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দিন আগে তাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার। বুধবার (১৩ ফেব্রুয়ারি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক একটি অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সোহাগ ফেডারেশনের অফিস সহকারী হলেও, সে নিজেও একজন ভারোত্তোলক। গত বছরের ১৩ সেপ্টেম্বর সোহাগ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন সতীর্থ একজন নারী ভারোত্তোলক। পরে ২৯ নভেম্বর পল্টন থানায় নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে সোহাগ আলীর বিরুদ্ধে মামলা করেছিলেন যৌন হয়রানির শিকার ভারোত্তোলকের মা। আইন ও শালিস কেন্দ্রের মাধ্যমে হওয়া সেই মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে সোহাগকে।

যৌন হয়রানির শিকার ভারোত্তোলকের মায়ের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের চতুর্থ তলায় ধর্ষণের শিকার হন তার মেয়ে। তিনি এ ঘটনায় ভারোত্তলন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্য, ‘কয়েক বছর আগে আমি নিজেই ওকে এনেছিলাম ভারোত্তোলক বানানোর জন্য। ১৫ সেপ্টেম্বর খেলা ছিল। যার জন্য ১৩ সেপ্টেম্বর অনুশীলনের জন্য ডেকে আনা হয়। দেখানো হয়েছিল চাকরির লোভও। পুরোনো জাতীয় ক্রীড়া পরিষদের চারতলায় ডেকে এনে রুম লাগিয়ে দেওয়া হয়। আমার  মেয়ের সর্বনাশ করেছে সোহাগ আলী। ওকে রুমে নিয়ে আসতে সহায়তা করেছে কর্মচারী মালেক ও আরেকজন নারী ভারোত্তোলক।’

ঘটনাটি কয়েক মাস আগের হলেও নারী ভারোত্তোলকের পরিবার থেকে ফেডারেশনে লিখিত অভিযোগের পর বিষয়টা জানাজানি হয়। এরপর বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদাভাবে দুটি তদন্ত কমিটিও করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!