• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভিলিয়ার্স-ওয়ার্নারদের আসা যাওয়ার মাঝেই জমেছে বিপিএল


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৯, ০৫:১২ পিএম
ভিলিয়ার্স-ওয়ার্নারদের আসা যাওয়ার মাঝেই জমেছে বিপিএল

ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের খ্যাতনামা তারকাদের পদচারনায় জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর। ঢাকা ও সিলেট পর্বে নিজেদের আধিপত্য ধরে রাখলেও চট্টগ্রাম পর্বের আগেই সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংস।

ইতোমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা তিন পর্বে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকেই দুর্দান্ত খেলা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস নিজেদের (৮ ম্যাচে ৫ জয়, এক হার=১০ পয়েন্ট) অস্টম ম্যাচে হেরে শীর্ষস্থান হারায়। ঢাকার চেয়ে ১ ম্যাচ কম খেলে (৭ ম্যাচে ৬ জয়, ১ হার=১২ পয়েন্ট) শীর্ষে জায়গা করে নিয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস।

ঢাকা, চিটাগংয়ের পর তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় (৮ ম্যাচে ৫ জয়, এক হার=১০ পয়েন্ট) এক ধাপ নিচে অবস্থান দলটির।

তারকার খেলোয়াড়ের দিক বিবেচনায় এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। কিন্তু মাঠের খেলায় তেমন এগোতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা খেলোয়াড় রয়েছে তাদের দলে। তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ স্থানে। তাদের পরেই রয়েছে দেশি তারকাদের নিয়ে গঠিত রাজশাহী কিংস। রংপুরের সঙ্গে সমান পয়েন্ট পেয়েও নেট রান রেটের মারপ্যাঁচে পঞ্চমস্থানে মেহেদী হাসান মিরাজের দল।  

অন্যদিকে আগের দুই পর্ব শেষে পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও বিপিএলের ২৮তম ম্যাচে সিলেটকে হারিয়ে অবস্থানের উন্নতির দেখা পেয়েছে খুলনা টাইটান্স। সিলেটের চেয়ে এক ম্যাচ বেশি খেলা দলটি বর্তমানে রয়েছে তালিকার ষষ্ঠস্থানে। দলটির সমান ৪ পয়েন্ট থাকলেও নেট রান রেটের জন্য তালিকার তলানিতে আপাতত অবস্থান সিলেট সিক্সার্সের।

শুক্রবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চতুর্থ পর্ব। পাঁচ দিনে ১০টি ম্যাচ হবে বন্দর নগরীতে। শুক্রবার রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ৩০ জানুয়ারি এই দু’দলের ম্যাচ দিয়েই শেষ হবে বিপিএলের চট্টগ্রাম পর্বের।

আসুন দেখে নেওয়া যাক ঢাকা-সিলেট-ঢাকায় ২৮ ম্যাচ শেষে বিপিএলের পয়েন্ট তালিকা:

      দল                     ম্যাচ      জয়      পরাজয়      পয়েন্ট      নেট রান রেট
চিটাগং ভাইকিংস             ৭        ৬          ১             ১২           ০.৩৩৯
ঢাকা ডায়নামাইটস           ৮       ৫          ৩             ১০          ১.৩৬১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স         ৮       ৫          ৩             ১০          -০.০৩৭
রংপুর রাইডার্স               ৮        ৪          ৪               ৮           ০.২৬৪
রাজশাহী কিংস               ৮        ৪          ৪               ৮          -০.৩৪৯
খুলনা টাইটান্স                ৯        ২          ৭                ৪           -০.৬৫৩
সিলেট সিক্সার্স                ৮        ২          ৬               ৪           -০.৮৪২

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!