• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শুধু চালক নয়, পথচারীদেরও দায় আছে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৯, ০১:১৫ পিএম
সড়ক দুর্ঘটনায় শুধু চালক নয়, পথচারীদেরও দায় আছে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে দুর্ঘটনার জন্য শুধু চালক নয়, পথচারীদেরও দায় আছে।  রাস্তা পারাপারের সময় যাত্রীদের আরও সচেতন হতে হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নিয়মের বাইরে অহেতুক পরিবহনের আকার বাড়ানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, রাস্তায় পরিবহন চলাচলের জন্য কতটুকু জায়গা লাগবে, তা সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়। কিন্তু অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে।’

চালকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ড্রাইভার অতিরিক্ত সময় ধরে গাড়ি চালায়। এভাবে টানা গাড়ি চালিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাদের ঝিমুনি আসে। আর এসব কারণেই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই ড্রাইভারদের উচিত অতিরিক্ত সময় ধরে গাড়ি না চালানো। এই ব্যাপারে সচেতন হতে হবে।’

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি আরো বলেন, ‘এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেক, এসব কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবশ্যই সচেতন হতে হবে।’

চালক ও যাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যারা গাড়ি চালান এবং যারা চড়েন তাদের দুজনেরই দায়িত্ব আছে। চালকদের উচিত সচেতন হয়ে গাড়ি চালানো। আর যারা যাত্রী রয়েছেন, তাদেরও সচেতন হতে হবে। কেউ বাসে বসে যেন জানালার বাইরে হাত বের করে না রাখেন, সেদিকে খেয়াল রাখতে হবে।’

ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু অসাধু পরিবহন মালিক অধিক লাভের আসায় ফিটনেসবিহীন গাড়ি কোনোমতে রঙচঙ মেখে রাস্তায় ছাড়ে। এগুলো করতে দেওয়া যাবে না।’

সড়কে উন্নয়নের বিষয় তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশব্যাপী চার লেনের সড়ক করার ব্যবস্থা করছি।  ইতোমধ্যে অনেক সড়ক চার লেন হয়ে গেছে। যাতে দুর্ঘটনা কমে, সেভাবে কাজ করছি। প্রথমবার ক্ষমতায় আসার পর অর্থনৈতিকভাবেব দুর্বল ছিলাম কিছুটা। এবার আর সেটা নেই।’ তিনি বলেন, ‘সব পরিবর্তন হবে যান চলাচলে। এমনকি চালকদের বিশ্রামের ব্যবস্থাও করছি। ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে চালকদের বিশ্রাম এবং উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করার। উপজেলা পর্যায় পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করবো আমরা।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!