• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন আদেশ বহাল


আদালত প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৮, ১২:৪০ পিএম
আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন আদেশ বহাল

ঢাকা: আপন জুয়েলার্সের তিন মালিককে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৮ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই আদেশ দেন।

আদালতের এ আদেশের পর গুলজার আহমেদ ও আজাদ আহমদের মুক্তিতে বাধা নেই। তবে আরো দুই মামলায় জামিন না পাওয়ায়  দিলদার আহমেদ এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবিরা।

লেনদেনের বিরুদ্ধে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!