• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্রেডিট কার্ড জালিয়াতির মূল হোতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৮, ১১:২৫ এএম
ক্রেডিট কার্ড জালিয়াতির মূল হোতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঢাকা: সম্প্রতি পাঁচ ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় সন্দেহভাজন মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পক্ষ থেকে বুধবার (২৫ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, সম্প্রতি পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড ও কার্ড তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি সিআইডি। কবে, কখন ও কোত্থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়েও কিছু জানানো হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!