• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ছাত্রী ধর্ষণ

তুফান ও রুমকিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি


বগুড়া প্রতিনিধি আগস্ট ৬, ২০১৭, ০৮:২৪ পিএম
তুফান ও রুমকিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

ঢাকা: বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও ছাত্রীরমাসহ নির্যাতনের ঘটনায় আসামি তুফান সরকার ও কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির রিমান্ড ও জামিন আবারও নামঞ্জুর করা হয়েছে। 

রোববার (৬ আগস্ট) তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। এছাড়া এক আইনজীবী তাদের জামিন প্রার্থনা করেন। বিচারক শ্যাম সুন্দর রায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছেন। পরে তুফান ও রুমকিকে জেলে পাঠানো হয়েছে। সোমবার জেলগেটে তুফান, রুমকি, আশা ও রুমিকে জিজ্ঞাসাবাদ করতে যাবেন বলেও জানান ওসি।

তিনি আরও জানান, তুফান ছাত্রীকে ধর্ষণ এবং রুমকি তাকে নির্যাতনের কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গীদের নাম ও অন্যান্য তথ্য বের করতে তাদের জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যে গ্রেফতার ১১ জনের মধ্যে আসামি আতিক, মুন্না ও নাপিত জীবন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!