• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দীপঙ্কর দীপনের নতুন মিশন ‘ডু অর ডাই’


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৮, ০৩:৪৪ পিএম
দীপঙ্কর দীপনের নতুন মিশন ‘ডু অর ডাই’

পরিচালক দীপঙ্কর দীপন

ঢাকা: নতুন সিনেমা নিয়ে মিশনে নেমেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। এবার ঘোষণা দিলেন নতুন চলচ্চিত্রের নাম। প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে এয়ার ক্রাফট অপারেশন মুভি ‘ডু অর ডাই’।

অপারেশন কিলো ফ্লাইটের অধিনায়ক বীর নায়কদের উপস্থিতিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বুধবার ১৭ জানুয়ারি চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে নাম ঘোষণা দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি।

মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’ এর বীর নায়কদের অন্যতম DHC3-OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বীর উত্তম-এর মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। অপারেশন কিলো ফ্লাইটের মতো একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে দেশের মানুষকে জানানোর উদ্দেশ্যেই এই ছবি নির্মাণ করছেন পরিচালক।

বর্তমানে ছবিটির চিত্রনাট্য নির্মাণের কাজ চলছে। নায়ক-নায়িকার নাম এখন ও ঘোষিত হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মুম্বাইয়ের শিল্পীদের ক্রমান্বয়ে এই ছবিতে সম্পৃক্ত করার পরিকল্পনা আছে। এবছরের নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে শুটিং শুরু হবে। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক দীপঙ্কর দীপন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!