• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশি ‘পরবাসিনী’র দিনে আসছে প্রসেনজিতের ‘ওয়ান’


বিনোদন প্রতিবেদক এপ্রিল ৩০, ২০১৭, ০২:৪০ পিএম
দেশি ‘পরবাসিনী’র দিনে আসছে প্রসেনজিতের ‘ওয়ান’

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ৫ মে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আর এদিনই ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে চলেছে কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত অভিনীত ভারতীয় ছবি ‘ওয়ান’।

কলকাতার সিনেমা ও সিনেপ্লেক্সে গেল পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান’। সিনেমাটি সেখানকার বক্স অফিস অনুযায়ি ছবিটি পুরোই ফ্লপ। অথচ ‘পরবাসিনী’র দিনে সেই ফ্লপ ছবিটিই আসছে ৫ মে বাংলাদেশের সিনেমায় মুক্তি পেতে যাচ্ছে। 

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকার প্রতিনিধি বিজয় খেমকা আমদানি করছেন সিনেমাটি। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন ঢাকার প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট একটি সূত্র। বীরসা দাশগুপ্ত পরিচালিত ‘ওয়ান’-এ প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান।

‘ওয়ান’-এ প্রসেনজিৎকে দেখা যাবে ভিলেন হিসেবে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অরিন্দম। গান গেয়েছেন অরিজিত সিং, শালমলি-সহ অন্যরা। অন্যদিকে সাইন্স ফিকশন গল্পের সিনেমা ‘পরবাসিনী’। স্বপন আহমেদের পরিচালনায়  যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ইমন ও বলিউড অভিনেত্রী রিত মজুমদার।

পরবাসিনী মুক্তির দেরির কারণ জানিয়ে নির্মাতা স্বপন আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন,পরবাসিনীর অধিকাংশ ফ্রেমেই কম-বেশি গ্রাফিক্সের কাজ রয়েছে। এগুলোকে সুন্দর করতে আমাদের দিন-রাত পরিশ্রম করতে হয়েছে। তাই মুক্তিতে দেরি হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!