• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিহতদের পরিবারের পাশে মেসি-রোনালদো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৭, ১২:৪৩ পিএম
নিহতদের পরিবারের পাশে মেসি-রোনালদো

ঢাকা: আবার জঙ্গি হামলায় উত্তপ্ত ইউরোপের রাজপথ। এবারও সেই একই কায়দায় অর্থাৎ গাড়ি চাপা দিয়ে মানুষ মারার ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থল স্পেনের বার্সেলোনা৷ স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, পথচারীদের ওপর দিয়ে প্রবল গতিতে ভ্যান চালিয়ে দেওয়া হয়েছে৷ এই হামলায় ১৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে৷

স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ জঙ্গি হামলায় নিহতদের পরিবারে পাশে দাঁড়িয়েছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো৷

বার্সেলোনা থেকে ৭০ মাইল দুরে লস রামব্লাসে এই ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বার্সার রাজপুত্র মেসি৷ নিহতদের পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসি পোস্ট করেন, ‘আমাদের প্রিয় বার্সেলোনার ওপর এই আঘাতে আমাকে অত্যন্ত ব্যথিত করেছে৷ যারা এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সবরকম সাহায্য করতে আমি প্রস্তুত৷ যারা আমাদের এই শান্তি নষ্ট করতে চায় তারা জেনে নিন আমরা লড়াই করতে প্রস্তুত৷’

রোনালদো লিখেছেন, ‘ এই খবর আসার পর থেকেই মনে ভয় অনুভব করছি৷ জঙ্গি হামলায় নিহত পরিবারের পাশে আমি সবসময় থাকবো৷’ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালও৷ মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রোববার লা লিগার প্রথম ম্যাচে কালো আর্ম ব্র্যান্ড লাগিয়ে মাঠে নামবে বার্সেলোনা৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!