• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম দিনে কি করবে পাকিস্তান?


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০১৬, ০৫:৩৭ পিএম
পঞ্চম দিনে কি করবে পাকিস্তান?

ঢাকা: পাকিস্তান দলকে দ্বিধায় ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে ৩৬৯ রানের বড় লক্ষ্যর পেছনে ছুটবে না ড্র করার চিন্তা করবে আজহার আলী? হ্যামিল্টনের কন্ডিশনে চতুর্থ ইনিংসে ৩৬৯ রান এভারেস্টই। পাকিস্তানও নিশ্চয় সেটা জানে। কিন্তু কিউই পেসারদের সামনে নির্বিঘ্নে একটা দিন পার করাও বেশ কঠিন। চতুর্থ দিন শেষে ৩ ওভার বিনা উইকেটে পার করেছে পাকিস্তান। তুলতে পেরেছে ১ রান।

নিউজিল্যান্ড চতুর্থ ইনিংসে ৮৫.৩ ওভারে ৩১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। আর এতে বড় অবদান রেখেছেন রস টেলর। তিনি ক্যারিয়ারে ১৬ তম সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩৪ বলে ১৬ চারের সাহায্যে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন টেলর।

ওপেনার টম লাথামের ৮০ রানের ইনিংসটাও রেখেছে বড় ভুমিকা। ১৫০ বলে ১২ চারের সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া ৮৮ বলে ৪২ রান করেন উইলিয়ামসন। কলিন ডে গ্রান্ডহোম ২১ বলে করেন ৩২ রান। ৭৬ রানে ৩ উইকেট নিয়েছেন ইমরান খান।

এরআগে প্রথম ইনিংসে ৬৭ ওভারে ২১৬ অলআউট হয় পাকিস্তান। সঙ্গীর অভাবে সেঞ্চুরি মিস করেন বাবর আজম। ১৯৬ বলে ১০ চারের সাহায্যে ৯০ রানে অপরাজিত থাকেন বাবর। ৪৪ বলে ৪১ রান করেন সরফরাজ আহমেদ। ৮০ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৭১/১০ (৮৩.৪ ওভার)
পাকিস্তান প্রথম ইনিংস: ২১৬/১০ (৬৭ ওভার)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩১৩/৫ ডিক্লে: (৮৫.৩ ওভার) ( টেলর ১০২*, লাথাম ৮০, উইলিয়ামসন ৪২, গ্রান্ডহোম ৩২। ইমরান ৩/৭৬, রিয়াজ ১/৫৩, আমির ১/৮৬।)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১/০ (৩ ওভার) (সামি ১*, আজহার ০*)।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!