• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে রিট খারিজ


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৭, ১২:৩৪ পিএম
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে রিট খারিজ

ঢাকা: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টে বেঞ্চ দুপরে এ আদেশ দেন।

আদালতের এ আদেশের ফলে নির্বাচন করতে বাধা রইলো না। ঋণ খেলাপির অভিযোগ এনে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এ রিট দায়ের করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

এর আগে গত ২১ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলাকে দলীয় মনোনয়ন দেন বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি বাবলার প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!