• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বেরোবির স্থবিরতা কাটাতে তুহিন ওয়াদুদের প্রতিশ্রুতি


নাসরিন জাহান জয়া, বেরোবি প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০১৭, ০৬:৫২ পিএম
বেরোবির স্থবিরতা কাটাতে তুহিন ওয়াদুদের প্রতিশ্রুতি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্থবিরতা কাটিয়ে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার কথা জানালেন কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সভাপতি ড. তুহিন ওয়াদুদ। দল মত নির্বিশেষে সবার সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি দিলেন।

গেল ১৫ জানুয়ারি বেরোবির কার্যনির্বাহী পরিষদের চতুর্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে  নীল দলের সভাপতি নির্বাচিত হন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কলাম লেখক ড. তুহিন ওয়াদুদ।

নির্বাচিত হওয়ার পর দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল সোনালীনিউজ ডটকমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘নীল দল হল জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গঠিত একটি সংগঠন। আর বঙ্গবন্ধুর দেখানো পথেই দল মত নির্বিশেষে সকলের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই।’

কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত এই সভাপতি আরো বলেন, ‘নীল দলের পক্ষে সভাপতি নির্বাচিত হওয়ায় আমি প্রধানত দুটি দায়িত্ব পালন করতে চাই। একটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্বার্থ সংরক্ষণ করা এবং অপরটি সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করে সুযোগ বৃদ্ধি করা।’

নীল দলের সবাইকে পজিটিভ চিন্তার মানুষ হিসেবে উল্লেখ করে ড. তুহিন বলেন, ‘আমরা সবসময় সব কিছুতেই পজিটিভ চিন্তা করি। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অনেক স্থবিরতা সৃষ্টি হয়েছে। এসব স্থবিরতা কাটিয়ে শিক্ষকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যেতে চাই।’

দলের শিক্ষক ও অন্য শিক্ষক যারা তাদের মুল্যবান ভোট দিয়ে তাকে সভাপতি নির্বাচিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. তুহিন ওয়াদুদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!