• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘মিস ওয়ার্ল্ড’ জেসিয়া অধ্যায় সমাপ্ত


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৭, ০৪:১২ পিএম
‘মিস ওয়ার্ল্ড’ জেসিয়া অধ্যায় সমাপ্ত

ঢাকা: চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন এই সুন্দরী। ফলে ‘মিস ওয়ার্ল্ড’ থেকে জেসিয়া অধ্যায় সমাপ্ত হল।

প্রতিযোগিতার সেরা পাঁচজন নির্বাচিত হয়েছেন, ফিলিপাইনস, ভারত, ইন্দোনিশিয়া, সাউফ আফ্রিকা ও ভিয়েতনামের সুন্দরীরা। মিস ওয়ার্ল্ডের ভেরিফাইড ফেসবুক পেজে এই পাঁচ সুন্দরীর ছবিও পোস্ট করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) চীনের স্থানীয় সময় সন্ধ্যায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। আড়াই ঘণ্টার অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করবেন মেগান ইয়ং, টিম ভিনসেন্ট ও স্টিভ ডগলাস।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেসিয়া ইসলাম। আগামীকাল রোববার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান জেসিয়া।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘বিশ্বের ১২০টি দেশের মধ্যে থেকে জেসিয়া ইসলাম সেরা চল্লিশে ছিলেন। প্রথমবারের মতো বাংলাদেশি একটা মেয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ দারুণ করে পারফর্মন্যান্স করেছে।’

‌‌আবারও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করবেন বলে জানান স্বপন চৌধুরী।
 
সোনালীনিউজ
/বিএইচ

Wordbridge School
Link copied!